সাইফুল্লাহ মাসুম, বেরোবি প্রতিনিধি
সম্প্রতি দেশে ঘটে যাওয়া সন্ত্রাস, ধর্ষণ,গুম এবং খুনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এসে শেষ হয়। এসময় মশাল মিছিলে যুক্ত হয়েছে রংপুর কারমাইকেল কলেজসহ আশেপাশের শিক্ষার্থীরা।
মশাল মিছিলে ধর্ষকদের ফাঁসি চাই, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই,
আবু সাঈদের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাইসহ নানা স্লোগান তুলেন শিক্ষার্থীরা।মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সমন্বয়ক শামসুর রহমান সুমন, সমন্বয়ক এসএম আশিক, সমন্বয়ক জয়।
বিশ্ববিদ্যালয় সমন্বয় এম এম আশিক বলেন, দেশে চলমান গুম খুন ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে কোনো নরপশু এরকম জঘন্য কাজ করতে না পারে। আমরা একটা আইন চাই যে আইনে তাদের মৃত্যুদণ্ড হবে।
আমরা ইন্টিরিম গভমেন্টকে জানিয়ে দিতে চাই অতি দ্রুত এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিন।যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে না পারেন পদ ছেড়ে দিন।
স্বর্ণা নামে এক শিক্ষার্থী বলেন, রিকশা চালক ভ্যান চালকসহ সকল পেশার মানুষরা নিরাপদে চলাচল করতে পারছে না।এখানে সেখানে চাঁদাবাজি, ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে।
তাহলে দেশের নিরাপত্তা কোথায়? আমরা ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই, সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।
আসমা নামে এক নারী শিক্ষার্থী বলেন, মেয়েরা আজকে কোথায় নিরাপদ? তাই মেয়েদের জীবনের নিরাপত্তা চাই।