নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে চোলাই মদ সহ ৫জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচারটার দিকে র্যাব -৫সিপিসি২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লেফটেন্যান্ট সাইদ মাহমুদ সাদান
এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যর ভিক্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর তুনাধনা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪১৫ (চারশত পনের) লিটার চোলাইমদ সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,
১। নিপেন পাহারি (৩৫)পিতা বরি পাহারি, ২। শ্রীমতী রীতা পাহারি, স্বামী রবি পাহারি, ৩। মায়া পাহারি (৪২)স্বামী চিত্তরঞ্জন পাহারি, ৪। শ্রী রমেশ পাহারি পিতা লালু পাহারি, ৫। শ্রী বিজয় পাহারি (২০) পিতা রমেশ পাহারি, সর্ব সাং চন্দ্রপুকুর তুনাধনা, থানা গুরুদাসপুর, জেলা নাটোর।
র্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪১৫ (চারশত পনের) লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিগ সাক্ষি ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোলাইমদ তৈরি ও বিক্রয়সহ, বহিরাগত মাদকসেবিদের নিকট বিক্রয় করে আসতেছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।