সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির ৮ নেতাকে বহিষ্কার এবং ৫ নেতাকে শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা শাখার জরুরি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান।
শোকজপ্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন, সদস্য আমির হামজা, কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী ও যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ দিনের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে এবং ৫ জনকে শোকজ করা হয়েছে।