নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ তানসেন আবেদীন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার ৩ আসামিসহ আরও ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী।
এর আগে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাঁচপুর ইউনিয়নের কাচপুর সেনপাড়া এলাকার মৃত হাজী আ. বারেকের ছেলে শাহ আলম (৫০), একই এলাকার হাজী আ. বারেকের ছেলে রুহুল আমিন (২৯), সিংলাবো এলাকার মোহাম্মদ আলীর ছেলে আসাদুল্লাহ (৩৫)। এছাড়াও, অন্য দুটি মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারী বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তিন আসামি এবং অন্য মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।