জুয়েল রানা রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রাম রৌমারীতে সারা দেশব্যাপী ধর্ষণ ছিনতাই এর প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা, তারা বলেন আমাদের মা,বোন,স্ত্রী সকলের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদেরই দায় হয়ে পড়েছে। বাংলাদেশের প্রশাসন কোন এক অজানা কারণে এত কিছুর পরেও নিশ্চুপ।
সকলের প্রতি আহ্বান আপনারা এই ধর্ষণকারীদের, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর হন সবাই নিজ নিজ জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করুন এমনকি পরবর্তীতেও মানববন্ধন ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মূলক যেকোনো সমাবেশ,বিক্ষোভ সবকিছুতে যোগদান করার সর্বোচ্চ চেষ্টা করুন।
মনে রাখবেন আজ শহরে একটা মেয়ে ধর্ষিত হয়েছে বলে আপনি চুপ থাকবেন আপনার ঘরের মেয়ে যে নিরাপদ আছে সেটা কিন্তু নেহাতই ভুল। আগামীকাল ধর্ষণকারী আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে ধর্ষণ করতে একবারও ভাববে না।
আগামীকাল কোন এক ছিনতাইকারী আপনার বুকে ছুরি ঢুকিয়ে আপনার সবকিছু নিয়ে যেতে একবার ভাববে না। সুতরাং সকলের প্রতি আমার আহ্বান আপনারা সবাই কঠোর হন সবাই সদা এই অপরাধীদের শাস্তির দাবি উঠাতে থাকুন তাদের শাস্তি আমাদের নিশ্চিত করতেই হবে। “মনে রাখবেন ধর্ষণকারীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড”।
তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হোক,জেলে রেখে জামিন দেওয়ার খেলাটা বন্ধ করতেই হবে। যেখানে চার বছরের শিশু নিরাপদ নয়, যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, যেখানে ট্রলারে মহিলা যাত্রী নিরাপদ নয়,
যেখানে তিন মাসের অন্তঃসত্তা নারী নিরাপদ নয়, যেখানে স্কুলছাত্রী তার নিজ ঘরে নিরাপদ নয়, যেখানে মায়ের সামনে তার মেয়ে নিরাপদ নয়,তথাকথিত আইনের উপর নির্ভরশীল না হয়ে আমাদেরই ব্যবস্থা নিতে হবে। ধর্ষণকারীদের মৃত্যুদন্ড ব্যতীত অন্য কোন শাস্তি আমরা মানি না এমনকি মানব না