আক্কাছ আলী (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলায় এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সজিব দে বিষয়টি নিশ্চিত করেছেন।আটক জীবন (৩০) সদরের নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে শিশুটি তার নানার বাড়িতে বাবা মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল। সোমবার সন্ধ্যায় শিশুটি একা তার নানার বাড়ির পাশে উঠানে খেলা করছিল। এ সময় শিশুটিকে ফাঁকা ও নির্জন রাস্তায় নিয়ে যায় জীবন। পরে শিশুটির সঙ্গে অনৈতিক কাজ করার চেষ্টা করে।
ভুক্তভোগী ওই শিশু ঘটনাটি তার নানিকে জানায়। এরপর পরিবারের স্বজনরা শিশুটিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউল করিম জানান, শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সজিব দে জানান, হাসপাতালের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালাই। পরে রাতেই জীবনকে আটক করা হয়। এই ঘটনাই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?