স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমাদের সংহতি রয়েছে।
কারণ, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে। জনজীবনে যেন গণ–আতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে আমরা কাজ করছি।’
সোমবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাসনাত ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। এ দাবিতে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।
রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে, সেটি অপ্রত্যাশিত। সেটিকে দোষ দেওয়ার যে প্রবণতা, রাজনৈতিকভাবে সব বিষয় দেখা—এ করেছে, ও করেছে, আমি করি নাই, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
ছিনতাইকারীকে ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড।’