শাকিল শাহরিয়ার , গোবিপ্রবি প্রতিনিধি :
দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, লুণ্ঠন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ দুপুর ১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন। গত ৪৮ ঘণ্টায় সারাদেশে ১৭টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক বলে মনে করছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সুবর্না জয়া বলেন, “আমরা প্রতিদিন সংবাদে ধর্ষণ, চাঁদাবাজির মতো নৃশংস ঘটনা দেখতে পাই। কিন্তু এর কোনো কার্যকর প্রতিকার হচ্ছে না। প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না। আমরা চাই, ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করা হোক।”
আরেক শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, “নারী-পুরুষ সবার জন্যই নিরাপদ সমাজ গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা দেখছি, নারীরা আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।”
শিক্ষার্থীদের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা সবাই মিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।