আলমগীর চৌধুরী রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুট করেছে ছিনতাইকারীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত স্বামী সাগর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাগর আহম্মেদ। পথিমধ্যে হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে পৌঁছুলে মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।
ওই সময় ছিনতাইকারীরা সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়। সাগর ও তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম দিকে ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে ছয়টি সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে ছিনতাইকারীদের শনাক্ত ও ধরার চেষ্টা চলছে। ছিনতাইকালে অস্ত্রের আঘাতে সাগর নামের এক ব্যক্তি আহত হন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?