মো:ফারুক আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। আব্দুল লতিফ ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক।
রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার আনেহলা ইউনিয়নের খাঁয়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল লতিফ ওই এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। এমন ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
এদিকে এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। রোববার ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘অনৈতিক কার্যকলাপের জন্য ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফকে (মেম্বার) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’
জানা গেছে, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল লতিফের বিরুদ্ধে দুই যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটানোর অভিযোগ তুলে এলাকাবাসী। রোববার স্থানীয়দের কাছে হাতেনাতে আটক হওয়ার পর দুই যৌনকর্মীকে রেখে বিএনপির ওই নেতা পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।