সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে ১০ কেজি গাজা ও একটি কাভার্ড ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে জেলার তালুকখুটামারা বটতলা বাজারে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গোয়েন্দা শাখার সদস্যরা লালমনিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের তালুকখুটামারা মৌজায় অবস্থিত মোগলহাট থেকে জেলা পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় সালমান টেলিকম নামক দোকানের সামনে টাটা কোম্পানির সবুজ-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যানের ডালার ছাদের সামনের অংশে অস্বাভাবিক সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। ভ্যানের হুডের ভিতরে প্লেনসিট দিয়ে বিশেষভাবে নির্মিত গোপন স্থান থেকে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। ভ্যানটির সাথে জড়িত মো: ফারুক মিয়া (৩৫) ও মো: আকাশ আলী (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলায় মাদক পাচারের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দা শাখার অফিসার-ইন-চার্জ মো: রফিকুল ইসলাম জানান, “মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে সমর্থন করে পুলিশ যে কোনো তথ্য সহযোগিতায় প্রস্তুত।”
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে লালমনিরহাটে মাদকবিরোধী অভিযান তীব্র হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে “মাদককে না বলুন, পুলিশকে তথ্য দিন” আহ্বান জানানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আপনার সচেতনতাই পারে সমাজ বদলের হাতিয়ার।