মোঃআলী হোসেন ভূইয়া, আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই মোঃ জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম থানায় এলাকায় রাত্রীকালিন ডিউটি করাকালীন সময়ে ২৩/০২/২০২৫ ইং তারিখে, রাত অনুমান ১২টা ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,
আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের কসবা-আখাউড়া মেইন রোডের মনিয়ন্দ জয়পুর হইতে ৩০০ ফিট পশ্চিমে বাহার এর কাঠ বাগানে ১৫/১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐ সময় ও তারিখে, আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের আখাউড়া-কসবা রোডের মনিয়ন্দ জয়পুর হইতে ৩০০ ফিট পশ্চিমে বাহার এর কাঠ বাগানের সামনে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া প্রস্তুতি কালে ০১।
আরজু মিয়া(২৮), পিতা-মৃত নুরুল হক, সাং-বিনাউটি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। মোঃ কাউছার মৃধা(৩৫), পিতা-জানু মৃধা, সাং-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৩। মোঃ খলিল মিয়া(২১), পিতা-মোঃ আব্দুল মিয়া, সাং-সাহেবনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করা হয় এবং তাহাদের সঙ্গীরা অন্ধকারে বিভিন্ন দিকে দৌড়াইয়া পালাইয়া যায়।
আসামীদের ফেলে যাওয়া ১। (এক) টি লোহার চাপাতি, ২। (এক) টি রামদা, ৩। (এক) টি ছোরা, ৪। কাঠের হাতলযুক্ত একটি চাকু, ৫। (এক) টি লোহার পাইপ, ৬। (এক) টি ৩২ ইঞ্চি লোহার পাইপ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই করিয়া দেখা যায় যে, উক্ত আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন সহ একাধিক মামলা আছে।