মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা শহরের পৌরসভার এলাকায় ২৩ ফেব্রুয়ারি রোববার আনুমানিক রাত ১টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই রনি (১২) ও গৌরব (২৫) নামে দুইজন নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন আরও তনিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের জনৈক মঞ্জু মিয়ার ছেলে রনি এবং শেরপুর পৌরসভার দূর্গানারায়নপুর মহল্লার সঞ্জিত চন্দ্র দে এর ছেলে গৌরব পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত ১টার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী অষ্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী রনি ও গৌরব ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এসময় মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন।
আহত শুভ ও নিহতরা নিউমার্কেট কালার ডিজিটাল নামের একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শুভ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাএব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?