আক্কাছ আলী মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ে ডিজিটাল স্ক্রিনে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে কার্যালয়ের ভবনে বোর্ডে ভেসে উঠে বানী। সময় পথচারীরা বিষয়টি ভিডিও ধারণ করে। বিষয়টি নিয়ে স্থানীয় ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সর্বউপরের তলায় সিভিল সার্জন কার্যালয় বোর্ডের নিচেই ডিজিটাল স্ক্রীন রয়েছে। শনিবার রাতে স্থানীয়রা সে স্ক্রীনে শেখ হাসিনার বাণী দেখতে পায়। যেখানে শেখ হাসিনার নামের শেষে “মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” পদবী উল্লেখ্য করা ছিলো।
এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার সাড়ে ৬মাস পর কিভাবে আবারো তার বানী প্রচার হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে।
মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম বলেন, ৫আগস্টের পর থেকে ডিজিটার বোর্ড বন্ধ ছিলো। তবে আজ নাইটগার্ড বাতি প্রজ্বলন করতে গিয়ে বোর্ডটি অন হয়ে যায়। ঘটনাটি শুনার পর রাত ১১টায় সেটি বন্ধ করা হয়েছে। আগামীকাল বিষয়টি নিয়ে ভালোভাবে খোঁজ নেওয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?