আক্কাছ আলী ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নুরু (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী পোশাক শ্রমিক ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার একটি গার্মেন্টস থেকে অটোরিকশায় করে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বাজারে সিএনজি স্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুচরের ডিসি প্রজেক্টের সামনে পৌঁছালে অটোরিকশা থামিয়ে ধারাল অস্ত্রের মুখে কয়েকজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, ২১ ফেব্রুয়ারি ওই নারী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি হাবিবুর রহমান আরও জানান, মামলা রুজুর পর পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।