আজ মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের আজ ৭৩ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদরা জাতিকে এক মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
সারা দেশের ন্যায় নরসিংদীতে শোক শ্রদ্ধায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান ২১ শে ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে নরসিংদী মূসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে পাশে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থা ও সংগঠন।
দিবসটি পালন উপলক্ষে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে নরসিংদীর সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে এবং বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে।