ছাইদুল ইসলাম , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল দশটায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জানায়, বিদ্যালয়ের ১৫০ জন এসএসসি পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে। এর পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভালো ফলাফল করায় ১৮৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান এবং প্রতি ক্লাসে তিনজন করে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।”
অনুষ্ঠানের শুরুতে নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস অনন্যা এবং সাদিয়া আফরিন, ফাহিম আব্দুল্লাহ আল রাজীসহ অন্যান্য শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সম্মানকে বাড়িয়ে দেওয়ার শপথ গ্রহণ করে এসএসসি পরীক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট এম এম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?