মো: ফারুক আহমেদ, ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদার বিরুদ্ধে নির্বাচনের ঘর নির্মানের টাকা আত্নসাত, স্কুলের শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদের শিক্ষার্থীদের অভিভাবক গন প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতার কারণে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলামের দপ্তরে দায়ের করেছে। লিখিত অভিযোগ ও স্কুল ব্যবস্থাপনা কমিটির ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের লক্ষিন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী একটি ঘর নির্মাণের জন্য ২লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রধান শিক্ষিকা মোর্শেদা বেগম কোন প্রকার কাউকে তোয়াক্কা না করে ঘর নির্মান না করে সমস্ত টাকা আত্নসাতৎ করে। পরে স্থানীয় লোকজন তাদের নিজস্ব টাকা দিয়ে ঘর নির্মান করে দেন। পরবর্তীতে ঐ শিক্ষিকা তার নিজ ক্ষমতা বলে সে টিন গুলো নিজেই নিয়ে নেয়। স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন জানান নির্বাচনী ঘর নির্মাণের টাকা আত্নসাত করেছে এমন কি জনগনের দেওয়া টিনগুলিও নিয়ে নিয়েছে।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নুর জাহান আক্তার, জেসমিন আক্তার প্রধান শিক্ষিকা মোর্শেদা প্রত্যায়ন পত্র দিয়ে টাকা নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ ১২/০১/২০২৫ শিক্ষা অফিসারের দপ্তরে দায়ের করেন।
এ বিষয়ে লক্ষিন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শদার নিকট তার বিরুদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এমন কি কোন তথ্য দিতে রাজি হয়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলামের কাছে জানতে চাওয়া হলে প্রথমে সে বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে অভিযোগ পাওয়া বিষয়ে স্বীকার করেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ শারমিন ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।