হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি :
ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিগন্ত পরিবহনের একটি বাস ভয়বাহ দূর্ঘটনার কবলে পড়েছে সাতক্ষীরায়। ভোর রাতে শহরের সার্কিট হাউজের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে কমবেশী আহত হয়েছেন অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত যাত্রীদের উদ্ধার করে।
দ্রুত গতির কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাসে থাকা যাত্রীরা। সাতক্ষীরা সদর হাসপাতালে ছয়জনকে ভর্তির পর দুইজনকে সাতক্ষীরা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। আহতরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইতিমধ্যে বাসের হেল্পার শাহাদাত হোসেন( ১৬) বাড়ি কিশোরগঞ্জ, যশোর পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম জানান, বাসটি ঢাকা থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে যাচ্ছিলো। দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গাছ বাসের মধ্যে ঢুকে গেছে। বাসের সামনে থাকা হেলপার, একজন মহিলা ও শিশু গুরুতর আহত হয়েছে। এছাড়া কমবেশী আহত হয়েছেন আরও অনেকে।