নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে অতিরিক্ত গতির অনিয়ন্ত্রিত মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রান হারিয়েছে এক ইউপি মেম্বার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউপি মেম্বারের নাম রাসেল সরকার (৩১)। তিনি দুলালাপুর ইউনিয়নের গাজিপুরা গ্রামের দুলাল সরকারের ছেলে। তিনি দুলালাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার।
পরিবার ও স্থানীয়রা জানায়, রাসেল সকালে বাইক নিয়ে উপজেলায় ব্যক্তিগত কাজে যান। কাজ শেষে বাড়ি ফিরার পথে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। বালিয়া সড়কে পৌছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে তার মাথায় আঘাত লেগে মগজ বেরিয়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার এস আই মামুন জানান, অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাইকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রান হারায় একজন। নিহতের পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?