নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে এক কাপড় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রাখে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে শিবপুর- জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
নিহতের বড় ভাই জানান, গতকাল রাতে দোকান থেকে বের হয়ে এক বান্ধবীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইক চালিয়ে যাচ্ছিল কবির। হঠাৎ নির্জন স্থানে পৌঁছালে কয়েকজন তাকে ঘিরে ধরে, তখন কবির বলিছিল আমাকে ছাইড়া দাও একবারে মাইরনা। কবিরের ফোন তখন বাইকের হেলমেটের ভিতরে ছিল তখন ও কল রানিং। ফোনের অপর প্রান্ত থেকে তার বান্ধবী এসব শুনছিল। পরক্ষনেই ফোন টির লাইন কেটে যায়।
তিনি আরও বলেন, পরে ঐ মেয়ে আমাদের কল দিয়ে বলে যে আপনার ভাই কিডনাপ হয়েছে। আমরা রাতে অনেক জায়গায় খোজাখুজি করেও পাইনি। সকালে আবার খুজতে বের হলে জানতে পারি আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে জানিনা। এর বিচার চাই।
শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ব্রীজের নিচ থেকে কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা কি জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চলছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?