মো:ফারুক আহমেদ, ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলায় নারী সহ ৭জন আহত হয়েছে ।শনিবার (১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আমেনা বেগম ১০জনকে আসামী করে আরো ২৫জন অজ্ঞাত নামা ৩দিন পর থানায় ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছে।
আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন লাল মাহমুদের ছেলে আলাল (৪০) আক্তার(৩৫)জুববার(৩৫) সোহবার(৪০) আক্তার
হোসেনের স্ত্রী আরজিনা (২৫) সোহরাব আলীর স্ত্রী মদিনা (৪৫)। মামালার বিবরণ থেকে জানা যায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কানন সিনেমা হলের সামনে দির্ঘদিন ধরে আনিসুর রহমান হানার সাথে সাগরদিঘী মৌজয় ৩৩ শতাংশ জমি নিয়ে আমেনা বেগমের সাথে বিরোধ চলে আসছে।
বিষয়টি নিয়ে এলাকায় একাধিক বার শালিশী বৈঠক হয়েছে। তাতে কোন সুরাহা হয়নি।১৬/০২/২০২৫ তারিখ শনিবার রাত ১টায় আনিসুর রহমান হানা ও তার বাহার ভুক্ত লোক দেশীয় অস্ত্র নিয়ে লাল মিয়ার বাড়িতে ঘর নির্মানের চেষ্টা করে। তাদের বধা দিলে হামলা করে, এলোপাথারী আঘাত করে মারাত্মক আহত করে। এতে চলিখুশ হাজার টাকার ক্ষতি সাধন করে।
অভিযোগের বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম মুঠোফোনে জানান উভয় পক্ষে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় দোষীদের গ্রেপ্তার করা হবে।