মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে পাওয়ার দাবিতে খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভকারীরা।
এসময় তারা আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। যে সব সাক্ষীর বক্তব্যের উপর ভিত্তি করে তাঁকে সাজা দেয়া হলো, তা বিশ্বাসযোগ্য নয়। ভিত্তিহীন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসেরও অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হচ্ছেন তারা। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছেন।
তাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং বৈষম্যহীন সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।