আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনে কেউ কোনো ধরনের সুবিধা পাবে না।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘোরেন রাজনীতিবিদরা।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, এডিসি সার্বিক আতাউল গনি ওসমানী, ইছাপুরা কুঞ্জ বিহারী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রসময় কিত্তনিয়া,
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান, ওসি খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?