হাফিজুর রহমান জেলা প্রতিনিধি,সাতক্ষীরা :
পাটকেলঘাটায় দীর্ঘ কয়েক বছর যাবত পাটকেলঘাটার তেল ব্যবসায়ী সততা স্টোরের পার্শ্ববর্তী দোকান দার। পিয়া এন্টারপ্রাইজের মালিক তুলসী সাধু ও চন্দন সাধু দুই ভাই মিলে দীর্ঘ কয়েক বছর ধরে ফিড, ভুষি, কুড়ো, খুদ সহজ যাবতীয় মালামালে বিভিন্ন রকম কমদামি ভেজাল জিনিস মিক্স করে বিক্রয় করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গত বছর নভেম্বর মাসে চন্দন সাধু কম দামের ২৯০০টাকা বস্তাদরের ফিড বেশি দামের ৩৪৫০ টাকা বস্তাদরের নারিশ ফিডের বস্তায় ভরে ডিজিটাল মেশিন দ্বারা মুখ সেলাই করে বিক্রয় করার সময় ধরা পড়ে,জনগণের কাছে ক্ষমা চেয়ে মাফ পেয়ে গেছিল।
সেই সূত্র ধরে (সোমবার ১৭ই ফেব্রুয়ারি) নালিশ ফিডের পাটকেলঘাটা থানার পরিবেশক (ডিলার) শেখ বাবলুর রহমানের ম্যানেজার গোপন সংবাদ পেয়ে পিয়া এন্টারপ্রাইজে যেয়ে দেখতেপান চন্দন সাধু নিজেই আলোর ফিড বস্তা খুলে নারিশ ফিডের খালি বস্তায় ভরে ডিজিটাল মেশিন দ্বারা বস্তার মুখ সেলাই করছেন। এ সময় শেখ বাবলুর রহমানের ম্যানেজার মোহাম্মদ মাখফুর রহমান বাধা দিলে তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ।
তখন মাখফুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন সহ সাংবাদিকরা উপস্থিত হয়, তখন চন্দন সাধু সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যাবহার করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন হাজির হয়ে সাতক্ষীরার তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমানকে অবহিত করেন।
তাৎক্ষণিক সংবাদ পেয়ে জনাব মাসুদুর রহমান ম্যাজিস্ট্রেট ঘটনা স্তলে হাজির হয়ে পরিদর্শন করে সত্যতা প্রমাণ পাওয়াই। প্রিয়া এন্টারপ্রাইজের মালিক প্রোফাইটার চন্দন সাধুকে ৫০ হাজার টাকা জরিমানা, অন্যথায় ১৫ দিনের জেল প্রদান করেন। এ সময় দোকানের ভেতরে ময়লা আবর্জনা মালামাল তিনদিনের ভিতর পরিষ্কার করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?