নূরুল আলম কামাল ,নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সাদা মাটির পাহাড়ে ইলেকট্রিক্যাল সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার স্টারের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নেত্রকোনা, কলমাকান্দা, দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় শতাধিক ইলেক্ট্রিশিয়ান অংশ নেন।
এ সময় ইলেকট্রিশিয়ানদের বৈদ্যুতিক সংযোগ প্রতিস্থাপন, বৈদ্যুতিক বিভিন্ন ক্যাবেল, বিদ্যুৎ সংক্রান্ত বিষয় ভিত্তিক ট্রেনিং পরিচালনা করেন ইঞ্জিনিয়ার ডিএম সাইফুল ইসলাম।
এছাড়াও কর্মশালায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লি. ডিরেক্টর বিজনেস (কেবল এন্ড রুটস) এএসএম হাসান নাসির, এসিস্টেন্ট সেলস ম্যানেজার রবিউল ইসলাম মন্ডল, ডিএসএম কামরুজ্জামান, ডিএসএম (ক্যাবল) নাসির দেওয়ান, ম্যানেজার মার্কেটিং এন্ড বিজনেস ডিপার্টমেন্ট মোঃ শাকিল রায়হান, পরিবেশক দেবাশীষ আশিষ ও মনির হোসেন।
অনুষ্ঠান শেষে লটারি মাধ্যমে ১০ জন সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লি. পক্ষ থেকে ইলেকট্রিশিয়ানকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।