পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কুদ্দুস সিকদারের হাতে ভাতিজা শামিম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে নিহত শামিম শিকদারের জানাজা তার নিজ গ্রাম রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গ্রামর্দ্দন গ্রামে অনুষ্ঠিত হয়।
নিহতের জানাজায় বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করে। জানাজা শেষে হত্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা কুদ্দুস সিকদারের বাড়ির দিকে এগিয়ে যায় এবং উত্তেজিত জনতা আগুন জ্বালিয়ে কুদ্দুস শিকদারের নির্মাণাধীন বসতঘরটি পুড়িয়ে দেয় এবং দ্রুত হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানায়।
এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে পৌঁছ এবং প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ঘরটি আগুন পুড়ে কয়লা হয়ে যায়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কুদ্দুস সিকদার ও অজেদ সিকদারের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। অজেদ সিকদার সম্প্রতি আদালতের মাধ্যমে ওই জমিতে ঘর তুলতে নিষেধাজ্ঞা চেয়ে ১৪৪ ধারা জারি করেন। পুলিশ এসে ঘর তোলার কাজ বন্ধ করে দিলেও কুদ্দুস সিকদার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ঘর তুলতে গেলে বাধা দেন অজেদ সিকদার। এতে ক্ষিপ্ত হয়ে কুদ্দুস সিকদার (৫৫), তার ছেলে এনামুল সিকদার (২৬) ও স্ত্রী রেহেনা বেগম (৪০) মাটি কাটার কোদাল ও লাঠিসোঁটা নিয়ে অজেদ সিকদারের ওপর হামলা চালায়। এতে কুদ্দুস সিকদার, তার ছেলে এনামুল ও স্ত্রী রেহেনা বেগমের হামলায় শামিম মিয়া গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শামিম শিকদারের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে শামীম এর বাবা অজেদ সিকদার ও রেজাউল সিকদার।
নিহত শামিমের স্ত্রী আয়শা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার দুই ছোট বাচ্চা এখন এতিম হয়ে গেল! আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি দোষীদের কঠোর শাস্তি চাই!”
রেজাউলের স্ত্রী খাদিজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পুলিশের সহযোগিতা নিয়েছিলাম, পুলিশ কাজ বন্ধও করিয়েছিল। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কুদ্দুস সিকদার ও তার ছেলে পরিকল্পিতভাবে আমার দেবরকে মেরে ফেলল। আমার স্বামী ও শ্বশুরের অবস্থাও ভালো না।”
গলাচিপা থানার (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।