নূরুল আলম কামাল,নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার ইসলামী ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জন বলেছেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে সোমেশ্বরী থেকে বালু উত্তোলন করতে হবে। অন্যথায় নদী ভরাট হয়ে ফসলী জমি নষ্ট হবে। নেত্রকোণার পাহাড় কন্যা খ্যাত সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
শনিবার দুপুরে হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় পূর্বধলা উপজেলার সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত থেকে বয়ে আসা পানির ঢলে বিপুল পরিমাণ পলি প্রবাহিত হয়ে সোমেশ্বরী নদীর তলদেশ ভরাট হয়ে গভীরতা হ্রাস পাচ্ছে। ফলে স্রোতে ভরা নদী আজ খালে পরিণত হয়েছে। বালু উত্তোলন বজায় থাকলে নদীর গভীরতা বজায় থাকত। বালু উত্তোলনে নিষেধাজ্ঞার ফলে তা আর হচ্ছে না। নদীও খনন হচ্ছে না, ফলে নদীর তলদেশে বিপুল পলিতে ভরাট হয়ে যাচ্ছে।
নির্জন আরও বলেন, বালু উত্তোলনের সাথে জড়িত শ্রমিকরা আজ মানবেতর জীবন যাপন করছে। যদি সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। তাই পাহাড় কন্যা সোমেশ্বরীকে রক্ষা করতে অনতিবিলম্বে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
নূরুল আলম কামাল

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?