মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি :
অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুর জেলো স্কেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলসহ মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। তাদের নামে মুজিবনগর থানায় মামলা রয়েছে।
মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় গেল রাতে (বৃহ্সপতিবার দিন গত রাতে) মুজিবনগর থানার একাধিক টিম অভিযান চালায়।
এসময় মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আরোজ আলী (৫০), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহম্মেদ (৩১) এবং বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। একই অভিযানে শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা চেম্বার সভাপতি আরিফুল এনাম বকুলকে (৫২)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া ৪ জনই একটি মামলার আসামি। তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?