সানজিদ মাহমুদ সুজন জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শরীয়তপুর জাজিরা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এর সভাপতিতে এ সভায় উপস্থিত ছিলেন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল আকন্দ, পদ্মা সেতু দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হেসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বজলুর রহমান শিকদার, উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রোমান বাদসা,উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা,জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মুক্তার ফকির সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি যথাযথভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতিমূলক এ সভার মাধ্যমে জাজিরা উপজেলা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এক যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে, যা এ দিবসের গুরুত্বকে সমুন্নত করবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?