সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
রংপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী কমিউটার ট্রেনটি তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় আটকে রেখেছে সাধারণ মানুষ। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পুনর্বহালের দাবিতে স্থানীয় জনতা সোচ্চার হয়েছে।তারা দাবি করছেন, তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় আজ ১২ জানুয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ এলাকাবাসী।
রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টপেজ বাতিলের কারণ হিসেবে সময়সূচি অপ্টিমাইজেশন উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয়রা এ যুক্তি মানতে নারাজ।
তুষভান্ডার রেলওয়ে স্টেশন দীর্ঘ ৩০ বছর ধরে উপজেলার সদর স্টেশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং সকল ট্রেনের স্টপেজ এখানে হত। তুষভান্ডার স্টেশনটি কালীগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত তিনটি রেলওয়ে স্টেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। যদি তুষভান্ডারে স্টপেজ না দেওয়া হয়, তাহলে ভোটমারি থেকে কাকিনা রেলওয়ে স্টেশন আসতে প্রায় ২০/২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যা স্থানীয়দের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করবে।
এছাড়া, তুষভান্ডার স্টেশনটির পার্শ্ববর্তী এলাকার মৌলিক সেবা প্রতিষ্ঠানগুলো, যেমন মেডিকেল, থানা স্টেশন, ইউএনও অফিসসহ সরকারি সব অফিস অবস্থিত। এই স্টেশনটি শিক্ষার্থীদের যাতায়াতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সরকারি কলেজ, পলিটেকনিক্যাল কলেজ এবং টেক্সটাইল ইনস্টিটিউটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা সম্ভব।
আজ সকালে রেলওয়ের রংপুর বিভাগীয় ম্যানেজার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। এতে দাবি জানানো হয়, “তুষভান্ডারে স্টপেজ না ফেরালে রেললাইন অবরোধসহ কঠোর আন্দোলন শুরু হবে।”
তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ফেরানোর দাবি স্থানীয় জনগণের ন্যায্য দাবি, যা দ্রুত পূর্ণ করা প্রয়োজন। অন্যথায় কঠোর আন্দোলন সহ অবরোধ হতে পারে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?