মজনুর রহমান আকাশ মেহেরপুর:
স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে সাথে সাথে এক গৃহবধুর মৃত্যু ঘটেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামে।
মরহুমের ছেলে কাফিরুল ইসলাম জানান, তার স্ত্রী সন্তান ও বাবা ফজলুল হক(৭০) ২০ দিন আগে উমরা হজ্জ পালনের জন্য সৌদি আরবে আসেন। সেখান অবস্থানকালে গত ৬ই ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারনে বাবার মৃত্যু ঘটে।
মঙ্গলবার বাবার মরদেহ সৌদি থেকে নিয়ে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছায়। বাবার মৃত্যুর খবর তখনো জানতেন না মা রহিমা খাতুন।
বাবার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে এমন সংবাদ শোনার পর পরই মা রহিমা খাতুন (৫৬) মৃত্যু বরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য ভাশান আলী বলেন, আমাদের গ্রামের খবীর উদ্দিনের ছেলে ফজলুল ও রহিমা খাতুন দম্পতির আজ থেকে ৪০ বছর পূর্বে বিবাহ হয়। তাদের দেখেছি সংসার জীবনে তারা খুব সুখী ছিলেন।
তার ছেলে কাফিরুল দীর্ঘদিন সৌদি আরবে থাকেন। এবছর বৌমা, নাতি, নাতনি নিয়ে তিনি উমরা হজ্জ করতে সৌদি গিয়েছিলেন আর ফিরলেন মৃত্য হয়ে। আর স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীও মারা গেলেন।
স্বামী-স্ত্রী দুজনের যানাজার নামাজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বাদিয়াপাড়া পশ্চিম পাড়া কবরস্থানে অনুষ্ঠিত হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?