ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে একদিনব্যাপী স্বাস্থ্য, পুষ্টি মেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে একদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
জনসাধারণকে সচেতন করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ধামইরহাট পরিবার পরিকল্পনা বিভাগ, ইএসডিও, তথ্যকেন্দ্রসহ ছয়টি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। এ মেলায় ফ্রী ব্লাড গ্রুপ টেষ্ট, ব্লাড প্রেসার, ভায়া পদ্ধতিতে জরায়ু মুখের ক্যান্সার নির্ণয় বিষয়ক কাউন্সিলিং, গর্ভকালীন এবং প্রসব পর্বতী কাউন্সিলিং, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান, ডায়াবেটিস পরিমাপ, ব্লাডপ্রেসার, উচ্চতা ও ওজন পরিমাপ করা হয়।
এছাড়াও কোন ধরনের খাবারের মধ্যে শিশুদের পুষ্টি রয়েছে তা তুলে ধরার পাশাপাশি রোগ প্রতিরোধক খাবার, বৃদ্ধিকারক ও ক্ষয়পূরুন খাবার, শক্তি দায়ক খাবার, ফেমেলীপ্লানিং, প্লাষ্টিক দুষণ, বায়ু দুষণ ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা বিষয়ক সচেতনতামূলক দিকগুলো জনসাধারণের কাছে তুলে ধরা হয়। স্বাস্থ্য মেলা উদ্বোধন শেষে দুপুর বারোটার সময় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের নিয়ে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক সেমিনার উদ্বোধন করেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ছাবিহা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?