নীলফামারী জেলার ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
মঙ্গলবার সকালে গণতন্ত্রকামী ফ্যাসিষ্ট বিরোধী ছাত্র-জনতার আয়োজনে ডোমার উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র প্রতিনিধি শরীফ হোসেনের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি মাহির মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন,ছাত্র প্রতিনিধি আশরাফুল আলম আশরাফ,উপজেলা মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, সাহেবপাড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাফিউল বারী বুলবুল,বড় রাউতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ বিন সুমন,বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তব্যে বক্তারা জানান, উপজেলা শিক্ষা অফিসার সাকেরিনা দীর্ঘ আট বছর ধরে একই পদে উপজেলায় কর্মরত রয়েছেন এবং তিনি ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে অনেক অবৈধ নিয়োগ বাণিজ্য, এমপিওকরণ বিপুল টাকা হাতিয়ে নেওয়া এবং মাধ্যমিক শিক্ষা খাতের বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি করেছেন । বক্তারা এই অভিযোগ তুলে তাকে দ্রুত এখান থেকে অপসারণের দাবি তুলেন।
মানববন্ধন শেষে ছাত্র জনতার প্রতিনিধির পক্ষ থেকে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার কে দেওয়া হয়।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?