আলমগীর চৌধুরী রনি (চুয়াডাঙ্গা প্রতিনিধি) :
চুয়াডাঙ্গায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আকুন্দবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য সাঈদ আহম্মেদ উৎস (২৫), আলমডাঙ্গা উপজেলার বারাদী গ্রামের মকবুল হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাসুজ্জামান (৪০), একই উপজেলার জামজামি ইউনিয়নের মৃত বিশারত আলীর ছেলে ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি জামিরুল ইসলাম (৩৫), একই উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ইখতার আলী মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭),
দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হাসান আলী (৪৪), জীবননগর উপজেলার নিধিকুন্ড গ্রামের ইয়াছিনের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া (৫০) এবং দর্শনা থানার কৃষ্ণপুর বোয়ালমারি পাড়ার মৃত জাফর আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক সালাউদ্দীন (৩৩), কুন্দিপুর গ্রামে সৈয়দ আলীর ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক জামাল উদ্দীন (৫৫) ও ডিহিকৃষ্ণপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম (৪৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে।