জাহাঙ্গীর আলম, তারাকান্দা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাকান্দা উপজেলা শাখার ৯৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ‘ অধ্যাপক এ. কে. এম. এনায়েত উল্লাহ কালাম ও মোতাহের হোসেন তালুকদার স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ময়মনসিংহ অস্থায়ী কার্যালয় ১৫/বি. সি. কে. ঘোষ রোড, ময়মনসিংহ এই ঠিকানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসিয়াল পেপারে আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয় সদ্য ৯ ফেব্রুয়ারী ( রবিবার )।
বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেন তারাকান্দা উপজেলা বিএনপির একাংশ।
সোমবার(১০ফেব্রুয়ারি)সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কমিটিতে ত্যাগী, কারানির্যাতি, যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্র কায়েম করে কমিটি করার অভিযোগ এনে তা দ্রুত বাতিল করে নতুন করে কমিটি ঘোষণা দাবী জানানো হয়।
সদ্য কমিটি একই পরিবারের একাধক ব্যক্তিকে পদমূল্যায়ন করার লিখিত অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন,
ময়মনসিংহ উঃজেলা বিএনপির সাবেক সদস্য ও ঘোষিত উপজেলা কমিটির ৫নং যুগ্ম আহবায়ক মজিবুল হক (মজি)। তিনি বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময় কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্র কায়েম করে পকেট কমিটি করা হয়েছে। লিখিত বক্তব্যে এর জন্য তিনি নিন্দা জ্ঞাপন করেন এবং নিজে সেই কমিটি থেকে পদত্যাগ করারও ঘোষণা দেন।
তিনি বলেন, বহু যোগ্য নেতা থাকতেও গত রবিবার (৯ ফেব্রয়ারী) ঘোষিত কমিটিতে ময়মনসিংহ উঃজেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারকে নতুন করে তারাকান্দা উপজেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে।
এছাড়াও জেলা যুবদলের সহ সভাপতি শহীদুল ইসলাম মন্ডল একাই তিনটি পদে থাকতেও তাকে আবারও যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কমিটিতে একই পরিবারের তিনজন যথাক্রমে আসাদ মন্ডল ও রাসেল মন্ডলকে যুগ্ম আহবায়ক এবং আরেকজন মামুন মন্ডলকে সদস্য রাখা হয়েছে।
অপরদিকে একই পরিবারের দুইজন রাকিব তালুকদারকে যুগ্ম আহবায়ক ও তার মা নিলুফার ইয়াসমিনকে সদস্য করা হয়েছে।
অভিযোগ করা হয় যে, অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সুবিধামতো লোকদিয়ে পকেট কমিটি করা হয়েছে। দলের ত্যাগী নেতা অনেকেই বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন দুঃসময়ে ত্যাগ স্বিকার করেছেন অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেয়া হয়েছে।
ব্যাপক অনিয়মের মাধ্যমে ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে তৃণমুলের নেতাকর্মীদের চাহিদার ভিত্তিতে ত্যাগি নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন করে কমিটি ঘোষণার দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রয়োজনে তারা আন্দোলনে যাবারও হুমকি দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, মির্জা মিজানুর রহমান বেগ লুলু, কাকনী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক মাহবুবর রহমান মোস্তফা, বিএনপি নেতা তাপস পাল, রফিকুজ্জামান রফিক, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল রাকিব, বিএনপি নেতা শাহনেওয়াজ, গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুুল মোতালেব, বানিহালা ইউনিয়নের সাবেক সভাপতি খায়রুজ্জামান, বিএনপি নেতা মোজাম্মেল মেম্বার, বজলুল রশীদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার (৯ফেব্রয়ারি) ময়মনসিংহ উঃজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারকে আহবায়ক, মো. আব্দুস সালাম তালুকদার (সোবহান)কে সদস্য সচিব ও আব্দুল মালেক ( অবঃ সেনা কর্পোরাল)সহ ১৮ জনকে যুগ্ম আহবায়ক করে ৯৯ সদস্য বিশিষ্ট তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ ক্ষোভ প্রকাশসহ আগামী ১১ ফেব্রুয়ারী প্রতিবাদ মিছিলের ডাক দেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?