আক্কাছ আলী , মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি এলাকা হতে থানা হতে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকাল নয়টার দিকে ওই গ্রামের আতাউর রহমান এর নির্মাণাধীন ভবনের নিচ হতে পরিত্যক্ত অবস্থায় ওই রাইফেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের, বাশবাড়ী গ্রামের আতাউর রহমার বেপারীর নির্মানাধীন ২য় তলা বিল্ডিং এর নিজ তলার দক্ষিন পশ্চিম পাশের খোলা টয়লেটের ভিতর হতে রাইফেলটি উদ্ধার করা হয়েছে।
দেশ ব্যাপি চলামান অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত থানা থেকে লুট হওয়া একটি সক্রিয় চায়না রাইফেল যাহার বডি নং A-03703, বাট নং- ১৫, RC, 03703 উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা পুলিশের উপ পরিদর্শক শাহ আলী বলেন ডেবিল হান্ট অপারেশন অংশ হিসেবে অভিযান চালিয়ে থানা হতে লুট হওয়া একটি সক্রিয় চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ আরো জানায় গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানায় হামলা ও লুটপাটের সময় এই অস্ত্রটি লুট হয়েছিল।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?