সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সাভারের ব্যাংক কলোনীর ছাপরা মসজিদের পাশের এক বাসা থেকে ৫ জন এবং বাকি ২ জনকে সিঙ্গাইরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিঙ্গাইর থানা যুবলীগের সাবেক সদস্য আব্দুস সামাদ (৫০), সাবেক দপ্তর সম্পাদক আমজাদ হোসেন (৪৫), চান্দহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শিবলী (৪৬), জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জামির্তা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেন (৩৭), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জামির্তা ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪০), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাজাহান (৪৯), চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মজনু (৫৪)। গ্রেপ্তারকৃতরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গোবিন্দলের ৪ খুন মামলা ও ধল্লা পুলিশ ফাঁড়ি পুড়ানো মামলা এবং নাশকতা মামলার আসামি বলে জানিয়েছেন সিঙ্গাইর থানা পুলিশ।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?