মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালা থানা মধ্য বোয়াল খালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মধ্য বোয়ালখালী এলাকার মোমিন উদ্দিনের ছেলে মো. আফজাল হোসেন (৪৬) ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মৃত আছমত আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ(৪৩)।
পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আজকে আওয়ামী লীগের দু’জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্টে পর থেকে বিভিন্ন মামলায় অন্তত ৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?