পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দূর্ঘটনায় হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত এবং রিফাত (১৫) নামে অন্য একজন গুরুত্বর আহত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার টগড়া-টেংরাখালী সড়কের হাওলাদার বাড়ীর সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুল ইসলাম উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের বারেক গাজীর ছেলে এবং ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, স্কুলছাত্র হাবিবুল এবং রিফাত ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে ড্রাইভিং শিখতেছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুলকে মৃত ঘোষনা করেন। রিফাতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে দূর্ঘটনায় আহত হয়ে হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র হাসপাতালে মারা গেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হবে।