আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে বাল্কহেড চুরি করে বিক্রির চেষ্টাকালে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
এ সময় অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী, বাল্কহেডের কাটা অংশের প্রায় ৩০ টন ওজনের মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে নৌ পুলিশ ঢাকা অঞ্চলের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে, পরবর্তীতে ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় ঢাকার পোস্তগোলা এলাকা থেকে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, চোরাইকৃত বাল্কহেডটির লোহার ৪১১টি কাটা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩০ টন।
পরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিনজন সদস্য শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোহাম্মদ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)-সহ চারজনকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, চোরাইকৃত বাল্কহেডটির লোহার ৪১১টি কাটা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩০ টন।
পরে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও তিনজন সদস্য শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মোহাম্মদ শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)-সহ চারজনকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে এম.বি. মাছিয়াতা দরবার শরীফ নামের একটি বালুবাহী বাল্কহেডের শ্রমিকরা বাল্কহেডের খরচ বাবদ নগদ টাকা ও জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে বাল্কহেডের শ্রমিকরা চুরি করে বাল্কহেডটি নিয়ে মালিক কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। এ ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, বাল্কহেড চুরির ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে ৪ জনকে গ্রেফতার ও বাল্কহেড উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তদের শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।