ছাইদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে এবং ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার ( ৮ ফেব্রুয়ারী) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান সর্দারের সভাপতিত্নে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার এটিএম ফসিউল আলম, এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, এলভিনা হাসদা, স্পন্সরশীপ অফিসার শারমিন আক্তার সুরভী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শুভ চন্দ্র বর্মন, উপজেলা শিশু ফোরাম সভাপতি আকাশ মন্ডল, ধামইরহাট উপজেলা যুব উন্নয়ন ফোরামসহ অন্যান্য সদস্যবৃন্দ।