শেখ নজরুল ইসলাম, উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা তালা উপজেলা যুবদলের আয়োজনে শনিবার( ৮ ফেব্রুয়ারি)তালার বিদে পুরাতন ফুটবল খেলার মাঠে সার্কাস খেলা অনুষ্ঠিত হয়েছে।
সর্কাস খেলা দর্শনার্থীদের তাক লাগিয়ে দিয়েছিল সার্কাস খেলোয়াড় জীবন বিশ্বাস। তারমধ্যে গুরুত্বপূর্ণ খেলাটি ছিল, চিৎ হয়ে শুয়ে থাকা মানুষের উপর সাইকেল রেখে সর্বোচ্চ দশজন সাইকেলের উপর উঠা,আগুন মুখে রাখা, মোম গলিয়ে শরিরে মাখা,শুয়ে থাকা মানুষের উপর দিয়ে মটর সাইকেল চালিয়ে দেওয়া, মাথার চুল দিয়ে বাই সাইকেল মাথার উপর দিয়ে ঘুরানো।
সার্কাস খেলা উদ্বোধন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ।এসময় প্রধান অতিথি হিসাবে তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আকবর হোসেন ছিলেন,তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম খান, তালা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জামালুল বান্না, চুকনগর বাজার বনিক সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া তালা উপজেলার বিএনপি’র নেতা কর্মী সহ সর্বসাধারণ জনগণ এসময়ে উপস্থিত ছিলেন।