নজরুল ইসলাম, লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) হাফিজ বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পতিত স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়েছে। শিক্ষা কার্যক্রম থেকে এদেশ অনেক পিছিয়ে পড়েছে। মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মেজর (অবঃ) হাফিজ।
মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মোছলেহউদ্দিন এর সভাপতিত্বে রেজাউর রহমান শাহীন ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষক নেতারা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ, সোহেল আজিজ শাহীন,
শফিউল্যাহ হাওলাদার, এ.এন.এম ফয়সাল হায়দার তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সমন্বয়কারী মুহাম্মদ ফিরোজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।