মোঃ তানসেন আবেদীন, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
শতাধিক পণ্যে বর্ধিত ভ্যাট বাতিল, রেশন ব্যবস্থা চালু, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট উচ্ছেদ, লুটপাট ও পাচারকৃত টাকা উদ্ধার, মব ভায়োলেন্স বন্ধ, ধর্ম-জাতিগত সম্প্রীতি রক্ষা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (বাসদ)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় গোদনাইল চৌধুরীবাড়ি বাসদ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিদ্ধিরগঞ্জ থানার সমন্বয়ক সেলিম মাহমুদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য রুহুল আমিন সোহাগ, হাসান মাহমুদ, তৌহিদুল ইসলাম সুজন, ফারুক।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “যেখানে ক্রমাগত পণ্যের মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, সেখানে অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে।” তারা আরও বলেন, “আইএমএফ এর পরামর্শে এই করারোপের কোনও নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই। এটি শ্রমজীবী, কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের সামিল।”
নেতৃবৃন্দ বাজার সংস্কার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান। তারা বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না হলে কোনো সংস্কারই জনগণের কাজে আসবে না।”
এছাড়া, নেতৃবৃন্দ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর তৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “সরকার নীরব ভূমিকায় আছে, মৌলবাদী গোষ্ঠী দেশে বিভাজন তৈরির চেষ্টা করছে। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
নেতৃবৃন্দ সরকারকে দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষমতার হাতবদলের দাবি তুলে শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে একত্রিত হওয়ার আহ্বান জানান।
তারা গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের জন্য সর্বজনীন রেশন চালু ও ন্যায্যমূল্যের দোকান চালু করারও দাবি জানান।