মো: মিরাজুল ইসলাম (মিঠু)
খুলনা জেলা প্রতিনিধি,
দৈনিক সকাল।
খুলনায় ৯ হাজার পিচ ইয়াবা এবং জাল টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আউটার পাস ইমাদ পরিবহনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে একজন রোহিঙ্গা। বিকেলে কেএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প ১ ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মো: শহিদুল খানের ছেলে ইমরান খান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো: কুতুব উদ্দিন বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারে যে, কক্সবাজার থেকে খুলনায় বিপুল পরিমান মাদকের চালান আসছে। চালানটি ধরার জন্য পুলিশের একটি দল সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে তল্লাশি করতে থাকে।
তিনি বলেন, কক্সবাজার থেকে খুলনা হয়ে বলেশ্বর পরিবহনটি যশোরে যায়। সকাল সোয়া ৯ টার দিকে ওই পরিবহন আউটার বাইপাস সড়কে প্রবেশ করে। তখন গাড়ির মধ্যে তল্লাশি চালানো হয়। এ সময়ে গ্রেপ্তার হওয়া ওই দু’যুবকের আচারণ সন্দেহ জনক হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। পুলিশ তাদের কাছে থাকা একটি স্কুলের ব্যাগের মধ্য থেকে ৯ হাজার পিচ ইয়াবা, চার হাজার জাল টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করে।
এ সময়ে পুলিশ তাদের একজনের কাছ থেকে একটি ভুয়া এনআইডি কার্ড জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাদকের চালনটি তারা খুলনা হয়ে যশোর নিয়ে যাচ্ছিল। এর আগে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হলেও এটি খুলনার সবচেয়ে বড় চালান। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রেপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহ: আহসান হবীব পিপিএম ও সোনাডঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।