মোঃ মেহেদী হাসান, ঢাকা প্রতিনিধি:
একুশে বইমেলা ২০২৫-এ পাঠকদের জন্য নতুন চমক নিয়ে এসেছেন জনপ্রিয় লেখক আহমেদ শিমু। আহমেদ শিমু দৈনিক সকালকে জানান, ” এবারের বই মেলায় আমার নতুন গ্রন্থ ‘ঘর ভরা দুপুর’! এটি আমার সপ্তম গ্রন্থ ও ষষ্ঠ উপন্যাস, প্রকাশিত হয়েছে এশিয়া পাবলিকেশন্স থেকে।”
আহমেদ শিমু আরো জানান, “শেষ পৃষ্ঠা নামে উপন্যাস ও স্পর্শিত অনুভূতি নামে কাব্যগ্রন্থ, বই দুটি ২০১৯ সালে একুশে বই মেলাই আদিত্য অনিক প্রকাশনী থেকে প্রথম আমার বই প্রকাশিত হয়, সে বৎসর বই মেলায় বই দুটি আদিত্য অনিক প্রকাশনীর বেস্ট সেলারের মর্যাদা লাভ করে”
এবারের বই আছে ‘ঘর ভরা দুপুর’ ছাড়াও আহমেদ শিমুর পূর্বের তিনটি থ্রিলার উপন্যাস মেলায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, একটি থ্রিলার গল্প সংকলন ‘আহমেদ শিমুর টার্গেট’ শিরোনামের গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছে।
মানিকগঞ্জ জেলার ঘিওর থানার শ্রীবাড়ি গ্রামের সন্তান আহমেদ শিমু, ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল। দাদাভাইয়ের অনুপ্রেরণায় তার সাহিত্যযাত্রা শুরু হয় বলে জানিয়েছেন লেখক আহমেদ শিমু। বর্তমানে তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ
শেষ পৃষ্ঠা (২০১৯) – উপন্যাস (আদিত্য অনিক প্রকাশনী)
স্পর্শিত অনুভূতি (২০১৯) – কাব্যগ্রন্থ (আদিত্য অনিক প্রকাশনী)
অদৃশ্য দেয়াল (২০২০) – উপন্যাস (শব্দশৈলী প্রকাশনী)
দর্পণ (২০২১) – সামাজিক থ্রিলার (এশিয়া পাবলিকেশন্স)
দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ (২০২২) – সামাজিক থ্রিলার (এশিয়া পাবলিকেশন্স)
অচেনা পথে চেনা মানুষ (২০২৪) – সামাজিক থ্রিলার (এশিয়া পাবলিকেশন্স)
ঘর ভরা দুপুর (২০২৫) – সামাজিক থ্রিলার (এশিয়া পাবলিকেশন্স)
একুশে বইমেলায় থ্রিলারপ্রেমীদের জন্য আহমেদ শিমুর নতুন উপন্যাস ‘ঘর ভরা দুপুর’ হতে পারে একটি আকর্ষণীয় সংযোজন। বাস্তবতা ও রহস্যের মিশেলে লেখা এই উপন্যাসটি পাঠকদের দারুণ অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন লেখক আহমেদ শিমু ও প্রকাশক আশরাফুল ইসলাম তুষার।