মোঃ জিয়াউল ফকির,ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ ক্লাস নিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ইন্দুরকানি সপ্তগ্রাম সম্মিলনী আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই সচেতনতামূলক আলোচনা করেন।
ওসি মোঃ মারুফ হোসেন মাদকের ভয়াবহতা, সন্ত্রাসের কুফল এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, শিক্ষার্থীদের এসব সামাজিক অপরাধ থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং কিভাবে সচেতন সমাজ গড়ে তোলা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।