কে, এইচ, এম, নূরুল আলম কামাল, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় ভাগ্নের লাঠির আঘাতে মামা কাঞ্চন মিয়া (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এর আগে একই দিন দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়ায় ভাগ্নে মাজহারুলের আঘাতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন ময়মনসিংহ নিয়ে যায়।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে ভাগ্নে মাজহারুল তার মামা কাঞ্চন মিয়াকে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্ত করা হবে।
পোড়াবাড়ি গ্রামের মোঃ আব্দুল কাদির মিয়া বলেন, পারিবারিক কলহের জেরে তার ভাগ্নে মাজহারুল মঙ্গলবার দুপুরে তার মামাকে লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। কাঞ্চন মিয়ার বাড়ি পোড়াবাড়ি। তিনি খুব ভালো লোক ছিলেন।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম বলেন, মাজহারুল ও তার স্ত্রী তার মাকে বিভিন্ন সময় গালিগালাজ ও বকাঝকা করতেন। পরে তার মা তার ভাইকে অর্থাৎ মাজহারুলের মামাকে মিমংসা করার জন্য বলেন।মামা কাঞ্চন মিয়া পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করার জন্য ভাগ্নে মাজহারুল কে শাসন করতে গেলে এই হত্যার ঘটনাটি ঘটে। যা খুবই দু:খজনক ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি । নিরাপত্তা জোরদার করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্তিতি নিয়ন্ত্রণে আছে। মরদেহ ময়মনসিংহ কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। বুধবার সকালে ময়নাতদন্ত করা হবে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?