সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক এবং হেলপার নিহত হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর এলাকার ঘোড়াঘাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের চালক মাহবুবুর রহমান (৩০) এবং হেলপার আরিফ হোসেন (১৮) তারা উভয়ই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর এলাকার বাসিন্দা।
দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর থানার ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে পাথর বোঝায় ট্রাকটি আসলে সেসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস(দ্রুতযান) ট্রেনটি ঘোড়াঘাট রেলগেট ক্রস করার সময় রেল গেটে গেটম্যান না থাকায় ঘনকুয়াশায় ট্রাক রেল ক্রস এর উপর উঠা মাত্রই ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে ট্রাকটি ছিটকে পশ্চিম দিকে পড়ে যায়।
এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক চালক ঘটনাস্থলে নিহত হন এবং হেলপার আরিফ হোসেনকে গুরুতর আহত অবস্থায়় উদ্ধার করে স্থানীয়লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, রেলের গেটম্যানের গাফিলতির কারণে এ দূর্ঘটনা ঘটেছে। রেল ক্রসের সময় রেল গেটে কোনো গেটম্যান ছিলোনা। এবং ঘনকুয়াশার কারণে ট্রাকচালক ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেনি যার কারণে এ দূর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ওই রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান পলাতক। দূর্ঘটনার কারণে প্রায় ২ কিলোমিটরি পর্যন্ত যানযট লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম। তিনি বলেন পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাবার পথে বিরামপুর রেলক্রসিং এলাকায় আসলে গেইটম্যানের দায়িত্বের অবহেলায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। এতে ঘটনাস্থলে চালক নিহত হলেও চিকিৎসা নিতে দিনাজপুর মেডিকেল যাবার পথে সহকারীরও মৃত্যু হয়।